সিদ্ধিতে সিদ্ধ হস্ত তুলনা তার নাই
চাটুকার পেশায় যেন বিশ্বজোড়া খ্যাতি,
অসংকোচে নিতে উন্মুখ যা কিছু পাই
আচরণে যুধিষ্ঠির ~মিথ্যার বেসাতি,
শতভাগে অসন্তুষ্ট বেশি বেশি চাই;
অত্যুগ্র অকৃতজ্ঞ পারলে করে ক্ষতি,
স্বার্থ লুন্ঠন শেষে ভাষ্য কে তুমি ভাই?
অকিঞ্চন!কেন কর এত মাতামাতি।
বহুরূপী ব্যস্ত স্বীয় উদর পূরণে~
চরম কাম্য তার আত্ম সিদ্ধি সাধন,
হরবোলা পাছে তৎপর দুর্ভাষণে;
আশীবিষ চেয়ে ভয়ঙ্কর সে দংশন,
উন্মার্গগামী রয় কলঙ্ক আবরণে;
কৃতঘ্নের হীন প্রবৃত্তি সংকীর্ণ মন।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ১৭/৯/২০১৮