(গীতি কবিতা)
কভু রবে কি মনে যদি চলে যাই চিরদিনে
পুরাণো স্মৃতি পাতা ঢেকে যাবে নব ক্ষণে।
চোখের আড়াল হলে
বাধা পড়বে অন্ধ জালে—
তখন মম ছায়াখানি ভাসবে না নয়নে,
কভু রবে কি মনে।।
কখনো বারি ঝরে যদি নয়নপাতে;
সকল খেলা সাঙ্গ হবে মধু নিশীথে—
তবু শারদ প্রাতে মুক্তা হাসে শিশিরে কিরণে,
কভু রবে কি মনে।।
ধরার বুকে যবে আগমনে
সুখের নেশার ঘোরে সর্বক্ষণে
কাটে দিবস যামে মায়ার বাঁধনে;
আজি নাইবা রলেম এ ভুবনে,
কভু রবে কি মনে।।
রচনাঃ২৭/০৬/২০২০