গগন বুক চিরে কৌমুদী বৃষ্টি ঝরে;
মোহময় রূপে শরতে প্রকৃতি পানে,
সে মাধুরী নীরব রাতের কোল ভরে
পুলকের সঙ্গী হয়।রূপ আস্বাদনে
হৃদয়ে মাধুর্য ভরে নিস্তব্ধে নিথরে;
শম যামিনীর মৃদুমন্দ সমীরণে,
শান্ত জলের পরশ মেখে নদী তীরে
রূপালি দীপ্তি ঝিলিক অমৃত স্ফুরণে।
মুগ্ধ নয়নে দেখি শোভা পূব আকাশে;
হাজার তারার মেলায় রহস্যময়,
অমিয় সুধা মম অঙ্গে হর্ষে লুটায়
উড়ে মন ভাবনালোকে শুভ্র পরশে;
দ্বার খুলে হারায় সে দূর অজানায়,
অনন্য পুলকে ডুবে রূপকল্প আশে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ৮/১০/২০১৮