বায়ান্ন উনসত্তর হয়ে একাত্তরে
প্রতিটি গৌরবজ্জল অর্জন
টগবগে তারুণ্যের অংশ গ্রহণ
সবক্ষেত্রে আসে জয় তারুণ্যের ভরে।
তারুণ্য এক ভয়ঙ্কর নাম - শক্তির দীপশিখা
অজেয় ঝলমলে সূর্যের প্রতীক,
নব্বইয়ের আন্দোলন থেকে সাম্প্রতিক
কোথা নেই তারুণ্যের ভূমিকা?
সহিত্যের ভাঁজে ভাঁজে তরুণাদীপ্ত বিরচন
নজরুল সুকান্তের দ্রোহের গান,
তবে তারুণ্য কখনো কেন এমন?
সেই তেজোদীপ্ত সূর্য যখন
মোহের মেঘে ঢাকা পড়ে
দুশ্চিন্তার অন্ত নেই তখন।
নিকট অতীত কিছু নৃশংস ঘটনায়
বিমূঢ় সবে দুশ্চিন্তা তাড়া করে।
বিশ্বজিৎ রিফাত আবরার প্রাণ
সেই তারুণ্যই নেয় কেড়ে!
জঙ্গী কর্মে লিপ্তরা তারুণ্যে ভরপুরে।
যাদের ওপর ভর করে-
চলবে দেশ সম্মুখ পানে,
ভ্রান্তি পথে চলে তারা সবখানে।
যে আগুনে প্রদীপ জ্বলে
বসুধায় সব মানব কল্যাণে;
ধ্বংস যজ্ঞ দুর্দশা অনিষ্ট চলে
উদ্ভাসিত প্রদীপের সেই অনলে!
রচনাঃ৩০/১০/২০১৯