করুণ দহন
(গীতি কবিতা)
দগ্ধিত বোঝে সতত জ্বালা জীবন কত অসহায়,
দুঃখের অনলে জীবন পোড়ে ব্যথা ভরা কান্নায়।।
মানবের হৃদয়ের শত বাসনা
অঙ্কুরে নিভে হায়!
নিঠুর বেণুকার করুণ তানে
রোদনে ভরে যায়,
দিকে দিকে জ্বলে ভাগ্যের চাকা
জীবন থমকে রয়।।
নিশিদিন চলে ক্লেশিত কাহিনি
জীবন বিন্দুর পথে
দেখা হয় না দু'চোখ মেলে
কারো হৃদয় না গাঁথে,
খোঁজ রাখেনা নিঠুর ধরণী
পিষিতের করুণ দহন,
ভাগাড় নিয়ে কাড়াকাড়িতে নিতি
ব্যস্ত সকল স্বজন,
কাছের মানুষ অচেনা লাগে
আপন নাহি হয়।।
রচনাঃ ৯ ডিসেম্বর, ২০২৪।