মম হৃদয়ে পূর্ণ করিয়ে
বারে বারে মোরে আরো দিও মন।
তৃষা মিটিয়ে মন ভরিয়ে
বারে বারে মোরে আরো দিও প্রাণ।।
মম নয়নেে জ্যোতি ঢালো
প্রতি ক্ষণে দাও আলো।
তোমা সদনে তব ভবনে
বারে বারে মোরে আরো দিও থান।।
হৃদ বীণে তারে তারে
বাঁশি সুরে মন ভরে
সুমধুরে প্রাণ হরে
বারে বারে মোরে আরো দিও তান।।
যত যাতনা আরো বেদনা
কভু সহেনা দাও চেতনা
বাধা পেরিয়ে দ্বার খুলিয়ে
বারে বারে মোরে করো আরো ত্রাণ।।
হৃদয় কাননে প্রেম ভুবনে
তব কিরণে ডুবি সব ক্ষণে
তুমি সুধাকরে প্রভা ভরে
বারে বারে মোরে করো আরো দান।
রচনাঃ৩০ অাগস্ট, ২০১৯