কোথায় তোমার পুষ্প গহন
কোন কুঞ্জের মালা
সৌরভ ভরে ফুটেছিলে
মম হিয়ায় লাগে দোলা।।
নয়ন ভরে হেরি লাজে
কোন ঘোর স্বপন মাঝে
মনে নাহি রয়।
সবই আজি তমিস্রা লাগে
কেন যেন যায় না ভোলা।।
তুমি কখন সুরের মূর্ছনায়
নয়ন মেলে দেখলে আমায়
ভাবি কল্পনায়।
ক্ষণতরে এসেছিলে
কেন তুমি নাহি রলে
দিলে হৃদয় বিষের জ্বালা।।
যামিনী জেগে খুঁজি গগন কিরনে
প্রত্যাশার প্রহর গুনি তোমা পানে
নয়ন প্রভায় জাগাও প্রাণে
রাত শেষে আসুক ঊষাবেলা।।
রচনাঃ২৩ আগস্ট,২০১৯