কোন্ বাটে
(গীতি কবিতা)
সাগর জলের বান ওঠেছে
উথলে পড়ে তটে
হে সজনী অর্ণব নীরে ঢালো সুধা নাটে।।
হৃদয় তোমার ছুঁইছে নারে
মনের কথা শুধাই কারে
বাঁধভাঙ্গা সকল প্রীতি ভিড়েছে কোন্ ঘাটে।।
অসীম সিন্ধুর ললাট খানি উর্মি দোলায় দোলে
তারই সাথে মম চিত্ত আজি হরষে দ্বার খোলে।
নীল গগনে মেঘের ভেলা
আঁধারে ঝরে তার অশ্রুমালা
তারই মাঝে খুঁজি তোমায় রয়েছো কোন বাটে।।
রচনাঃ৩০/১১/২০১৯