কোন্ বাগে
(গীতিকবিতা)
কোন্ পুষ্প বাগে ফুটলে তুমি আমি পাগলপারা
স্বপনে হেরেছিনু ওহে নীল আকাশের তারা।
সুরভি ছড়িয়ে আমায় জাগাও ভালোবাসায়
তোমারি রূপের ঝলক মোর হৃদয় দোলায়,
অপলকে চেয়ে রই মম ভুবন ভরা।
মনের মাঝে সুর বাজে তুমি চলে যাও
জোছনার আলোয় তুমি স্নাত হয়ে নাও,
মম ঘুমো ঘোরে তব 'পরে লেগে কিরণধারা।
কবে সুধা ঢেলেছিলে প্রীতি ডোরে বেধেঁছিলে
তুমি সুর তুলেছিলে সমীরে তাই ভেসেছিলে,
ভুলেছি বসন্ত লগনে এই হৃদয়হারা।
রচনাঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।