—কল্পলোক—
কল্পলোকে ডুবে মন কোন্ অথৈ জলে
উরমী দোলায় দোলে পুলকে হৃদয়,
সারাক্ষণ ভিজে তাই নাচেরে সলিলে;
পাথারে সজল ঢেউ হরষে মাতায়।
কারো সেথা দেখা নাই শুধু মন বলে—
সুদূরে মধুর তান বুঝি ভেসে যায়,
নূপুর নিক্কণ ধ্বনি শুনেছি ব্যাকুলে;
সে সুর যায় গহীনে গোপন ব্যথায়।
খুঁজি তারে দিশে হারা কে এলো রে দ্বারে!
ছুঁইতে তার আঁচল— থাকে অপরেশে,
উর্মী দোলা খেলা ছলে কোথা লুকালো রে!
হৃদয়ে যাতনা মম বুঝে না কী দোষে!
তার তরে ডুবি আমি সিন্ধুর গহীনে;
কাটে ঘোর আঁখি মেলি রয়েছি শয়নে।
রচনাঃ২২/০৪/২০২১