কইওনা
(লোকজ গীতি কবিতা)
কইও না কইও না কথা অমন করিয়া,
তোমার লাগিয়া রইলাম পন্থ চাহিয়া।।
বিজনে কত কাল দিলাম কাটাইয়া
বিনিদ্র রজনী শত গেল চলিয়া।।
কার পানে যাও তুমি দাগ লাগাইয়া
আমার কথা কেমনে গেলে ভুলিয়া।।
কেন এত নিঠুর হলে না পাই ভাবিয়া
তোমার বিহনে পরান যায় রে জ্বলিয়া।।
যত ব্যথা দিও আমায় না যেও চলিয়া
তবু অমন করে না বলে লও মোরে তুলিয়া।।
রচনাঃ০৮/১২/২০২১