কবিতার ব্যথা
(গীতি কবিতা)

কবি মনে গাথা রচে কী হবে—
পাতাগুলো অযতনে পড়ে রবে।।

কবিতার পাণ্ডুলিপি থলে ভরে
যাবে প্রকাশনা দ্বারে দ্বারে,
কত সাধ মনের জানালায়
যতনের লেখাগুলো রবে পুস্তিকায়!
প্রকাশক তাচ্ছিল্যে ইচ্ছেরা যায় নিভে।।

যতই ললিতে গাঁথো কথামালা
কড়ি বিনে মিটবে না সে জ্বালা ,
সান্তনা শুধুই মনের ক্ষুধা নিবারি
রচয়িতাগণে তাই পথ ভিখারি,
বিত্ত বিভবে ফুলে ওঠে প্রকাশক ভবে।।

কবিতার খাতায় যত লেখা রয়
জীবন পাতার ন্যায় সব ঝরে যায়,
পাঠক নেই বলে প্রকাশক শুধায়
সৃজিতের মেধাশক্তি মৃত্যু পানে ধায়,
ফুটবে ফুল নাগশিশু জেগে ওঠবে যবে।।

রচনা: ১১ ডিসেম্বর, ২০২৪।