গগনে রবি কিরণ ভূলোকে ছড়ায়
বাঙালির ঘনঘোর তমিসৃা হননে
ঔজ্জ্ব্যল্যে দীন-ভান্ডার করে পূর্ণতায়;
কালজয়ী সৃষ্টি বিচিত্র সম্ভার দানে।
সাহিত্য আকাশে ধ্রুবতারার উদয়
পঁচিশে বৈশাখে দীপ্তিময়ে~শুভক্ষণে,
শ্রেষ্ঠ ভাবয়িত্রী কারয়ত্রী প্রতিভায়;
বিশ্ববোধে উজ্জীবিত মৃত্যুহীন প্রাণে।
তুঙ্গস্পর্শী চিত্রকরে শুভ জন্মদিন!
আজি অন্তর গভীরতম শ্রদ্ধাঞ্জলি;
প্রেমের অর্ঘ্য ইন্দ্র চরণে নিবেদন,
আনন্দ চিত্তে স্মরণে কৃতার্থ বাঙালি।
জাতীয় সুরধ্বনি অপরূপ ভূষণ;
তোমা সুরবাণী হিয়ায় বাজে সকলি।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
-----রচনাঃ ৮ মে,২০১৮ (২৫ বৈশাখ,১৪২৫ বঙ্গাব্দ)।