কিশোর  মুক্তিসেনা


হেমন্তে সোনালি ক্ষেতে মধ্যাহ্ন লগনে;
রাজাকার  পলায়ন খবর ছড়ায়,
অজগাঁয়ে কিশোর দল ছুটে সেই খানে
ঝাঁকে ঝাঁকে  মৌমাছিরা যেন মধু পায়।
ক্ষেতে কাদা নীরে তারে ধরে প্রাণপণে,
ক্ষুদে  মুক্তিসেনা শক্তি, জয়ে প্রেরণায়
মন্ত্র ধ্বনি জয়বাংলা  মুখর স্লোগানে,
মুক্তিযোদ্ধা হাতে হেথা পাপীষ্ঠরে দেয়।

এখুনি বিচার হবে ধৃত সেই ক্ষেতে
খুশিতে জনতা ভিড় চলছে  বিচার,
চানমিয়া মুক্তিযোদ্ধা বসে আদালতে
মৃত্যুদন্ড দিয়ে তারে হেথা কার্যকর।
উল্লাসে কিশোর দল জনতা উদ্দীপ্ত;
মুক্তির  পুলক ধ্বনি  হানাদার ভীত।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১১/১২/২০২১