কিসের দোলা
(গীতি কাব্য)


কিসের দোলা লাগা জাগিয়ে তোলে
পুলক মোরে ঘিরে তুমি আছ চারিধারে।
তুমি আছ চারিধারে।।

দিবস মম গেলো চলে
গোধূলি আভা যায় মিলে যে-
রেখো না আঁধারে করো না আর লুকোচুরি রে।।

তোমার পানে মনে প্রাণে থাকি সারা বেলা
আঁধার আমায় নিয়ে করে লুকোচুরি খেলা।
মেঘের আমি বন্ধু হবো
তারই সথে মিলে রবো
দাও দেখা দাও,ওহে, আমি বাঁধি বাহুডোরে।।

       রচনাঃ১৯/১০/২০১৯, ডালবুগঞ্জ।