—কিরণ ফুরায় —
অরুণ যে অস্তাচলে ধায়
কিরণ ফুরায়ে যায়যায়,
এখনো কাটেনা কেন ঘুমের ঘোর।
কিসে ভুলায়ে রাখে চাতুরী মায়ায়
সবকিছু ফুরায়ে যায়
তবু থাকা কী আশায়
অবোধ পথযাত্রী কোথা জোর।
সুখ দুখ মিলে বসুধা নীড়ে
জীবন রথ চলে ক্ষণতরে
চিরদিন দ্বীপ জ্বলে না রে
সহসা ডাকে তাই ওপারে
চারিদিকে ঘিরে নামে আঁধার।
কত নিশি কতদিন যাপন
আঁখি জুড়ায়ে ললিত ভুবন
অস্তগামী রবি রে হায়!
রয় নাকো কারো প্রতীক্ষায়,
নশ্বর এ প্রীতি খেলাঘরে
বাঁধিতে নারে কভু স্থায়ী ঘর।
রচনা ১৯ জুলাই, ২০২৩।