ক্ষুধিত রোষ
(গীতি কবিতা)

নদীর  ক্ষুধিত রোষে সব উদরে যায়,
কে দেখে গৃহহীনের নয়ন  জল।
যে দিকে আঁখি মেলি শুধু হেরি,  রুদ্র নদীর
জল ছলাছল।।

দেহতে নাহি কোন প্রাণ, বানেতে সবই খানখান,
স্রোতস্বিনীর কী ঘোর তুফান দুঃখ গো—
গ্রাসেছে সকলি ফসল।।

কী দশা ভালে গো—
এমনি সবই পরিজনে।
নিমিষে কী হলো রে, কোথাকার কোন্ স্রোতটানে।
ভিটে মাটি স্কুল নিঃশেষ
বেদনায় ভরা হুতাশ
জানি না কী ভরসা কী আশা আছে গো—
কী হবে এরই ফলাফল।।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ২০/০৩/২০২১