ক্ষণিকে দেখা
(গীতিকাব্য)
ক্ষণিক তরে দেখা দাও মোরে সদা কেন নয় রে,
কোন্ গহিনে লুকাও গোপনে দরশন না পাইরে।
সময় বহে খুঁজিতে খু্ঁজিতে ফিরি সদা শূন্য হাতে
পলক না পড়িতে হারাই চকিতে
হৃদয় নারি জুড়াতে।।
তোমার পরশ পাই কেমনে
শুধাও হে প্রিয় এ তৃপ্তহীনে
পুরাও বাসনা চিরদিনে তোমায় গাঁথি মম অন্তরে।।
সবই শূন্য আজি - কী দিয়ে পূজি সাধ্য মম নাই যে,
হায়!এত প্রেমসুধা দিতে নারি শতধা
তব হৃদয় মাঝে।
ওহে! সাধ না মিটিতে পারিনি রাখিতে
হারাই যেন অগোচরে।।
তনুমনে শঙ্কা জাগে - জীমূতে আঁধার হৃদয় বাগে;
অবগাহন তব অনুরাগে - এসো তুমি অরুণ রাগে,
স্বর্গ পুষ্প হার গেঁথেছি পড়াতে তব কবরী তরে।।
রচনাঃ০৬/১২/২০১৯
( নৌযানে ঢাকার পানে।)