ক্ষণিকের রানি

বিচিত্র রূপের ডালি ভরা
কে গো তুমি এলে মোর দ্বারে?
নয়ন জুড়ানো মধুর মূরতি
সাদা মেঘের ভেলা চড়ে!

কাশগুচ্ছ দুলছে নৃত্য তালে
ঝিরঝিরে আগমনী বায়ে
শিউলি ছোপা শাড়ি পরে
আলোক বিভায়ে ঝলমলিয়ে।

ভরা ভাদরে উথলা যৌবনে
রোদে ছায়ায় লুকোচুরি খেলে,
পুলকে ভরে প্রগাঢ় নিকুঞ্জ
লতায় পাতায় সবুজ ঢলে।

শাপলা পদ্মে রঙের মেলা
শিশির ভেজা দূর্বা ঘাসে,
ফোঁটা ফোঁটা শিশির বিন্দু
কাঁচা রোদে মুক্তো হাসে।

সবুজ ধানের মঞ্জুরি হাতে
সমীরে দুলিয়ে নবীন শীষে,
শুভ্র জোছনায় স্নাত নিশি
কে এলে অপরূপা বেশে!

মর্তে আসা স্বর্গ উর্বশী
ক্ষণকালের রূপসী রানি,
প্রাণ প্রাচুর্যে দেহ বল্লরী
দিকে দিকে শুনি ঢাকের ধ্বনি।

রচনাঃ২৬/৮/২০২৪।