অপত্য অসুখে শায়িত সবে অস্থির;
শঙ্কিত মন-প্রাণ উদ্বেগে দিনমান,
উপশমে ওষুধ-পথ্য লিখে ডাক্তার;
মৌসুমি ফলে পথ্যে নাহি আছে বারণ।
মধুমাস হেতু আম-লিচু ফলাহার;
বিষাদে ছায়া নাশে ক্রমে অবনমন,
পরীক্ষান্তে ইথোফেনে নিঃশেষ লিভার;
তিলে তিলে ঢলে পড়ে আদরের ধন।
দেহ-প্রাণ সজীবে ফলে অমৃত আনে;
ফরমালিন ভিড়ে হাজারো প্রাণ ঝরে,
মম সন্তান স্বহস্ত বিষে পরপারে;
অসাধু মাঝে কী খাচ্ছি সবে নিত্যদিনে!
সাতক্ষীরা রাজশাহী চাপাই সবস্তরে;
লোভী অসাধু মেলে কি প্রিয়জনহীনে?
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
------রচনাঃ২০ মে,২০১৮