কেঁদোনা অসময়ে
(গীতি কবিতা)

আকাশ তুমি কেঁদোনা গো অসময়ে
অঝোরে কাঁদছো কেন পৌষ পার্বণে।

তোমার এই অশ্রু বারি
কভু যে সইতে নারি
শীতল সমীরে মিলে কাঁপুনি ধরে মম তনুমনে।।

কী করে শুধাই বলো
তুমি কভু আদেশে চলো!
এ জনপদ সিক্ত করে ভাসালে ভেলা নির্জনে।।

পৌষ রসের পিঠাপুলি
তব বারিপাতে সবই ভুলি
দুখ সাগরে ডুবে আজি ছুটি শীত কাঁথার সন্ধানে।।

তুমি এত বেসুরে হলে
নিরানন্দে ভুবন দোলে
জীবিকা দশা বেহালে চলে
সুখ নাই ধরিত্রী নীড়ে অকাল নির্ঝর তব কাঁদনে।।

    রচনাঃ০৩/০১/২০২০