খরতাপে দখিনা হাওয়ার মাতমে
কেঁদেনা আকাশ আজি এ রাতে,
মোর সজনী হারানো ব্যথা জাগে
হিয়ার মাঝে তোমার অশ্রুপাতে।
টিপ টিপ শব্দে হৃদয় বীণার তারে তারে
বাজে বেসুর ধ্বনি মিলায় সুদূর দিগন্তে;
মম আধার ছিলে যার আঙিনা জুড়ে
পাইনা তারে সে হারালো কোন জগতে।
কেনো ঝড়ো ঝড়ো রাতভরে
দুখ পাই রিমঝিমে কাঁন্না ধ্বনিতে,
হৃদয় ভেঙ্গে যায় বারে বারে
নাহি সুখ প্রিয়া বিনে নিঃস্ব ধরাতে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১০ এপ্রিল,২০১৯ (রাত ১.০০টা)