সমাজে আগুনে পোড়া লাশের মিছিলে
শোকাহত হই সবে আবেগ-বোধহীনে,
বেদনার্তের মাতম শোকে অশ্রুজলে
কেউ কেউ শোকাহত ক্রন্দনে ক্রন্দনে।
অবিরাম দুর্ঘটনা চলতে থাকলে-
লাশের মিছিল বাড়ে ~নড়েচড়ে ক্ষণে;
সব মহল তখনি পড়ে শোরগোলে,
ছুটাছুটি চারদিকে কোথায় স্বজনে।

দগ্ধ বীভৎস লাশে মানুষ কাঁদেন;
কর্তব্যশীলা এ ক্ষণে সুখ ঘুম ঘোরে,
মানবতার জননী যখনি জাগেন-
কর্তারা হুমড়ি খায় হুলস্থুল করে!
ব্যাঘ্র গর্জনে জাগেন~এখুনি নিদান!
মমতার মাতা বিনে কে সে দেশ নীড়ে?

----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃঢাকা-২৭/০২/২০১৮