প্রাপ্তির প্রত্যাশায় সদা ডুবি বিভোরে;
খেলাঘরে বুক বাঁধি স্বপন পূরণে,
চাতক পাখি বনি প্রহর গুণে গুণে
পথ চেয়ে থাকি দিবস-যামিনী ভরে।
তবু অধরায় রয় সোনার হরিণে;
স্নিগ্ধ চন্দ্র কিরণ থাকে ঘোর আঁধারে,
লুকোচুরি খেলাতে হৃদ পুড়ে বেদনে;
মৃত্যু যন্ত্রণাসম অপেক্ষার প্রহরে।
ছুঁইছুঁই তবু শিহরণ নাহি পাই;
দেহঘড়ি বিকলের পথে অধরায়,
ভাবি মনে এক্ষণে ধরিত্রী ছেড়ে যাই;
অাশে সহযাত্রী মম দীপ নিভে যায়।
আর কত দূরে তুমি নাগালে কি নাই?
রক্ষা করো প্রভূ জীবন যাতনাময়।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ৮/৮/২০১৮