বিষাদে ভরা আনন্দ যাত্রা সমাপন;
অর্ধ-শতাধিক প্রাণ ঝরে ত্রিভূবনে,
পৃথুলা ফেরার প্রহর গুণে স্বজন;
'ডটার অব বাংলাদেশ' ফিরো এ ক্ষণে।
শশী'র বিয়ে বার্ষিকী হবে কি পালন?
শেষ ছুটিতে ফয়সাল পোখারা টানে;
চির বিদায় পিয়াস;নহে পাঁচ দিন
পরাজয়ে পাইলট লড়ে প্রাণপণে।

বিধ্বস্ত বিমান  কাঠমান্ডু - কার ভুলে?
তালগোলে বারতায় তাজা প্রাণ দাহে,
ফিরে এসো হে! স্বাস্থ্যসেবীরা মাতৃকোলে
এমন অপমৃত্যু জাতি কেমনে সহে!
পঙ্গু-মৃত্যু পথে কেউবা হাসপাতালে,
ক্ষমা কর!নেপাল ট্রাজেডি আর নহে।

---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১৪/০৩/২০১৮