কার প্রীতিনীড়ে!
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার

গগনের দুখ ফেনিয়ে ওঠে
অবিরাম ঝরছে তার অশ্রু বারি
ছাঁদহীন যেন শির ওপরি,
ঝুম ঝুম অবেলায় অবসরে।

মৃদঙ্গ প্রতিধ্বনি কর্ণ কুহরে
খাল বিল লোকালয় জল টইটুম্বুর
ধূসর রঙে সরল রেখা খসে পড়ে
লোকালয়ে ডুবে অথৈ পাথার।

বিহগে ডানাগুঁজে নীরব নিথর,
বন্দি গৃহকোণে বিরহ বিজন ;
বরিষণে শেষ যামে ক'যুগ আগে,
কোমল পরশে শিহরিত অনুরাগে।

অনাদি দিঠি প্রণত নয়ন!
স্বাতি মণিময় রূপে  আগমন।
কিন্তু অদৃশ্য দেয়াল ওঠে মাঝে,
কার প্রীতিনীড় বাঁধে নিরন্তর!

রচনাঃ ০৬ জুলাই,২০২৪।