(গীতিকাব্য)

কার নূপুর বাজলো রুনুঝনু সুরে
নিভৃত মম প্রথম যৌবন কড়ে।
যামিনী কৌমুদীসম হরলো অন্তর মম
কার দুটি' চরণ অপূর্ব ঝংকারে।।
কোন্ সেই অপরূপা মনোহরণী
ছলকে ছলকে নাচে উথলি তটিনী,
কোথা হতে আগমন শুনি যেন দিনমান
বহে সুখ সমীরণ হৃদয় ভরে।।
নিক্কণে নিক্কণে হিয়া পুলকে জাগে;
বারে বারে ডাকে মোরে কুসুম বাগে,
সুখ মাঝে কী যে দুখ কত যে ব্যথা;
কী করে জানিবে সে না জানা কথা,
ভুবন ভরে বাজে কী বাসনা হৃদ মাঝে
শুধাতে নারি লাজে বেদনা তারে।।

  রচনাঃ০৭/১১/২০১৯
   (নৌযানে আলয় পানে।)