খেলেছে তরল সোনা অর্ণব নীলজলে;
সৈকত বালুচরে গোধুলি লগনে
নির্মল সমীরে চলি হেরিতে হেরিতে,
চকিত হৃদয় তটে কার ছায়া নয়নে।
নিভু নিভু প্রভায় কে গো এলোকেশে;
নিশ্চল হও তুমি কিছু নাহি শুধালে মোরে
ধোঁয়াশায় কভু আমায় রাখিও না আর,
দেখা দাও হে অঙ্গনা দাঁড়াও ক্ষণিক তরে।
যেতে যেতে কাছে তুমি সরো দূরে;
বিজন বেলায় চাহি নিবিড় সঙ্গ মম,
তোমার সুন্দর কলেবর দাও দেখিবারে
ব্যাকুল হৃদয়ে ভাবি তুমি কি মরীচিকাসম?
রচনাঃ১২ জুলাই,২০১৯