কার বাঁশি বাজে
(গীতিকবিতা)
আজ কার বাঁশি বাজে
এত নিঠুর সুরে
হৃদয় নেয় কেড়ে
দোলে বারে বারে
আহা!মন বসে না কাজে।।
সুখের এ লগনে
দুঃখ কেন ভাসে
নাটে কেন নাশে
কার তরে আসে
এ শীতের সকাল সাঁঝে।।
করুণ বাঁশির তানে
নতুন ফুল বাগে
আহা!কার অনুরাগে
ফুল ঝরে যায়
কেন এমন হয়
কেউ বলবে কি আমায়
হারিয়ে যেতে চায়
সেই বাঁশির সুর মাঝে।।
রচনা :০২/০১/২০২৫