হে কবি,বিবর্ণ কপোতাক্ষ তোমা বিনে
জল শূণ্য - নেই বাঁচিবার অক্সিজেন,
ধুঁকে ধুঁকে অাজি মৃত্যুর প্রহর গুণে;
'স্নেহের তৃষ্ণা' জলে মিটেনাকো এখন।
বেদনায় কাঁদে নদ দখল দুষণে,
নাব্যতা সংকটে বিপন্ন অস্তিত্বহীন।
সেতুর বোঝা বুকে যন্ত্রণা অসহনে,
দু'কূলে অবৈধ স্থাপনা লুপ্ত যৌবন।
হে মধু কবি,স্মৃতিময় নদ তোমারি;
'মায়া যন্ত্রধ্বনি' আর কর্ণে নাহি শুনি,
'দুগ্ধ-স্রোতরূপী' ভাসায় বসত বাড়ি;
প্লাবনে শস্য ডুবি সর্বত্র কান্না ধ্বনি।
ক্ষমা কর গুরু- এ সব ভ্রান্ত আচরি;
এ মিনতি,অভিশাপ নাহি দাও গুণী।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০১ জানুয়ারি,২০১৮