কপট সাধু

কপট চরিত্র লুকিয়ে রাখে
লোক চক্ষুর অন্তরালে,
অপকর্ম ঢাকা পড়ে সব
ছল  চাতুরি বলে।

দায়িত্ব থানে অসাধু কর্ম
নিজে করে প্রতি ক্ষণে,
কর্মস্থলে গর-হাজির রয়
বাড়ির কাজে সদা মগনে।

প্রতিষ্ঠানের মালামাল নিতে
ব্যস্ত চৌর্যবৃত্তি লুণ্ঠনে,
নিজের লাগি গড়ছে সদন
তা দিয়ে যাপা জীবনে।

সুনামে গড়া প্রতিষ্ঠান
ধ্বংসের মুখোমুখি আজ
কু-জনের দীর্ঘ দায়িত্বে
সুখ্যাতিতে পড়ে বাজ।

দায়িত্বে ফাঁকি—অভিযোগ রয়
মুখে মুখে লোকজনে,
গ্রাম-গঞ্জ প্রত্যন্ত থান বলে
চোখ এড়ায় ঊর্ধ্বতনে।

নিজের কাছে প্রশ্ন করে
দেখেছে কি কোনদিনে?
কিনছে জমি পাল্লা দিয়ে
হয়েছে কি হালাল উপার্জনে!

চাটুকারিতা বলে মুছে যায় সব
অসৎ কর্ম আর নীতিহীনে,
সাধু চরিত্র ফুটায় নিজেকে
ছত্রের মন্দ ক্ষণ বহমানে!

ক্ষণিক অসময়ে ছায়া দাতা
কার্পন্য নয় তারে  অসদাচারে!
পল্টি দিতে সিদ্ধ হস্ত
চিনে না তখন তারে।

যাপিত জীবনে উত্থান পতন
সব বিধাতার লিখন,
সুদিন ফিরে আসতে পারে
খারাপ সময় যার এখন!

  রচনাঃ১৬/৯/২০২৪