(পলিনড্রম সনেট)

প্রকৃতি ব্যস্ত চিরকাল দিতে অকাতরে
গতি তার স্রোতস্বিনী  চলে নিরন্তরে,
বাঁচিয়ে রাখে বিভবে দেখাতে স্বপন
বিলিয়ে দেয় রূপ-রস নাহি অফুরান।

নীর কৌমুদী পবন দান তার জীবে
শিশির পুষ্প পাদপ ম্লান নাহি রবে,
লব্ধ মাধুরী ধরায় শাশ্বত মানব
স্তব্ধ নয় ক্ষণতরে লোকান্তরে তব।

মানব মরণশীল প্রকৃতি ব্যাপৃত
সব চলে যথারীতি তব মৃত্যু শত,
বিনাশে সভ্যতা যত সৃজিত মানুষে
বিকাশে প্রকৃতি শোভা যত প্রাণ নাশে।

জীবনে মরণ আসে থাক যত শান্তি;
কুক্ষণে প্রকৃতি কভু শেষ নাহি কান্তি।

----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ০৭/৯/২০২০