কেন ডুবে মরে
স্বদেশে অযথা কাটে অলস সময় ;
বিন্দু মাত্র চেষ্টা নেই কাজ কারবারে,
দিবস যামিনী ভর শ্রম অপচয় ;
শ্রমের দু'হাত আজ পতিত বেকারে।
সৎকর্মে লজ্জা নয় অশ্রদ্ধা ভিক্ষায়
বিদেশে মেথর বনে স্বদেশে না পারে,
ইচ্ছা শক্তি ঘুচে দেয় বেকার উপায় ;
ভূমধ্যসাগরে কেন যুবশক্তি মরে!
জীবন যাপন পথ নিতে হয় খুঁজে
ধনী-গরিব দুলাল ভুলে কোন্ আশে!
কষ্টকর নিচু কাজ পারে ভিন দেশে!
নিজ দেশে মাঠে বাটে মুঠোফোনে মজে।
ভিটে মাটি বিক্রি করে পাড়ি খুশি মনে ;
অর্থ মোহে সয় জ্বালা সেথা নিপীড়নে।
রচনাঃ ১১ সেপ্টেম্বর, ২০২৩।