-----------------------------
কাঁদলেন রোহিঙ্গা নারীরা,কাঁদালেন
ভেসে আসে সে শব্দ শরনার্থী শিবিরে;
হত্যা গণ-ধর্ষণ কথা করে বর্ণন,
নোবেল জয়ী ত্রয়ী শুনেন সবিস্তারে।
অাকাশ বাতাস ভারী নির্বাক সজ্জন
অশ্রুর প্লাবনে কপোল ভিজে অঝোরে,
ম্যারেইড শিরিন এবাদী কারমান
গণ-হত্যায় সোচ্চার সুচি'র বিচারে।
ধিক্ নীরব বিশ্ব বিবেক - ধিক্ সবে
কোথায় সৌদি ইরান কুয়েত কাতার?
প্রশ্ন ছুড়ে পাষাণ পানে ত্রয়ী সরবে
মূক প্রতিবাদহীন নিধনে ভ্রাতৃর;
মুসলিম সংহারে অস্ত্র কিনে এসবে,
নিত্য গণ-হত্যায় মত্ত মায়ানমার।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ৪ মার্চ,২০১৮
----------------------------------------------------