কাঁদে নদ কপোতাক্ষ
ম্লান কপোতাক্ষ কবি!আজি তোমা বিনে
জল শূণ্য প্রাণ যায় নেই অক্সিজেন,
ধুঁকে ধুঁকে নদ আজি মৃত্যু ক্ষণ গুণে;
সলিলে 'স্নেহের তৃষ্ণা' মিটেনা এখন।
বেদনায় কাঁদে নদ দখল দুষণে,
নাব্যতা অভাব হেতু প্রায় অস্তিত্বহীন।
জগদ্দল সেতু বুকে যন্ত্রণা ভীষণে,
দু'কূলে অবৈধ গৃহ বিলুপ্ত যৌবন।
হে মধু কবি,স্মৃতির মিনার তোমারি;
'মায়া যন্ত্রধ্বনি' আর কর্ণে নাহি শুনি,
'দুগ্ধ-স্রোতোরূপী' জলে ডুবে শস্য বাড়ি;
প্লাবনে কেড়ে আহার শুনি কান্না ধ্বনি।
ক্ষমা কর গুরু!ভ্রান্ত— এ সব আচরি;
এ মিনতি,অভিশাপ নাহি দাও গুণী।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
৩০/৭/২০২০