কান নিয়েছে চিলে
(ছড়া কবিতা)
কানে কানে বলছে কেউ
তোমার কান নিয়েছে চিলে!
যাচাই করার সময় নেই
ধরতে দৌড়ায় বিলে।
কান যদি নাই থাকে
জীবন কি আর চলে!
কুজনের যত কানাকানি
বলে মজার ছলে।
অযথা সময় আড্ডাতে
নানাজনে বেদ বাক্য বলে,
এসবের মাঝে যদি না থাকি
জীবন পিষ্ট যাতাকলে!
দৌড়াতে গিয়ে চিলের নাগাল
পায় না কোন কালে,
ক্লান্ত দেহ লুটায়ে পড়ে
পথ প্রান্তরের ঝিলে।
বেহাল দেখে পথচারীরা
পঙ্ক থেকে টেনে তুলে,
মরণাপন্ন দেখে জানতে চায়
এমন দশা কেন হলে?
চিলে নেয়া কান আনতে
ঘটলো মোর কপালে,
পথচারী কেউ শুধায় তারে
কী যা তা বলে পাগলে।
কান দুটো ঠিকই আছে
যাচাই করে না দেখলে,
শুধু শুধু চিলের পিছু
মরণাপন্ন দৌড় দিলে?
হাত দিয়ে যাচাই করে
দেখছে এমন কালে,
সত্যি তো কান আছে মোর
মরছি কার কূটকৌশলে।
রচনা:৩০ জানুয়ারি,২০২৪।