কালো মেঘ
(আয়না সনেট)

থমথম কালোমেঘ্ আকাশে ঘনায়,
জমজম মেলাঙ্গন ভাঙনে শঙ্কায়!
আঁধার আবৃত ভূমি থৈ থৈ জল
সমীর দুস্তর গতি নেই  সুকোমল।

ঝড়োবায়ু ভেঙে দেয় সুখের আগার
আয়ু বুঝি নিভে যায় প্রহর মৃত্যুর!
দুঃসহ যন্ত্রণা হানে সোনালি প্রভাত,
অগ্নিদাহ জ্বালা বুকে কেমন সম্পাত!

কোথায় হারালো সব ব্যথা জাগে মনে
ধুলায় লুটিয়ে যায় আশা ক্ষণে ক্ষণে,
রক্তদামে কেনা বাংলা পুড়ে ছারখার;
অনিয়মে বিধি ভাঙে নিয়মে হুংকার!

রোদ ঝলমল করে আলো নেই হেথা,
খোদ মাতৃভূমি কাঁদে ভনে সাম্যগাথা।

রচনা: ১৫ ডিসেম্বর, ২০২৪।