কলঙ্ক
(সনেট)
দুর্নামের চিহ্ন আঁকে কভু কারো ভালে!
কলঙ্ক শুধায় তারে সমাজ সংসারে ;
সত্য মিথ্যা দু'টি রূপ রয় একে ঘিরে,
দর্শন প্রভেদ হেতু সুকর্মও ঢলে!

নীতিহীন কান্ডে সাধু ভ্রষ্ট পথে চলে,
কখনো নিন্দিত ঝড় ওঠে চারিধারে
চৌর্যবৃত্তে ন্যুব্জ দেশ লালবাতি জ্বলে!
দুষ্কর্ম্মে অধরা সদা হৃষ্টপুষ্টে বাড়ে।

'যত দোষ নন্দ ঘোষ' ধরা পড়া জনে,
অধরা রয়ে যায় যে,ভাগ্য বদৌলতে
বৈভবে স্বর্গীয় সুখ রচে এ ধরাতে,
অন্ধ সমাজে জিকির সাধু সাধু ভনে।
স্বীয় স্বার্থ চরিতার্থে  কলঙ্ক লেপন!
দুর্নীতি বরপুত্রের দেবতা আসন!

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার
   রচনাঃ০২ জুন,২০২৪।