কাহারে হেরি ভাবনা আকাশে বারে বারে
আঁখিপাতে নিদ্রা নাহি খুঁজি নিশীথ ক্ষণে,
অন্তর জুড়ে তার ছায়া পড়ে হৃদয় কোণে
বিস্মৃত অতলে হারাতে নারি ক্ষণিক তরে।
কখনো স্বপনে উড়ি বিহগে নীল গগনে
মনে মনে ভাসি সদা ঘুম ঘোরে শয়নে,
তাহারই আঁখি ভরে সাগর উর্মি নীরে
এক্ষুণি আছড়ে পড়ে যেন মম শরীরে।
নয়ন জুড়ায়ে যায় অরূপা প্রভা দরশনে
নিয়ে চলে আমারে কোন সুদূরে আদরে,
গহন যামিনী ভরে শিহরণ লাগে মনে;
কল্পলোকে রহি ডুবে এমন সুখ নেশাঘোরে।
রচনাঃ১৯ জুলাই,২০২৯