কাছেই এসেছিলাম
(গীতি কবিতা)
আমি ভুল না করে
তব কাছেই এসেছিলাম (২)
কেন যে কোন্ অজান্তে
তোমায় ভালোবেসে ছিলাম
তুমি সুখ না দেয়ায়
দুখ সাগরে ভাসলাম।।
আমি এমন ভুলের
শাস্তি মাল্য গলে পড়লাম।
আমি সুখ না পেলেও
তোমার জীবনে জড়ালাম।।
সব কি মেঘ গর্জনে
বৃষ্টি নামে ধরায়,
কখনো বিনা বজ্রপাতে
তা' নামে অঝোর ধারায়।
তোমা হতে দূরে থেকে
বেশ সুখ পরশ পেলাম।
বড় প্রেম শুধু কাছে না টানে
দূরে ঠেলে দেয় বেশ বুঝলাম।।
চাওয়া পাওয়া ইচ্ছে মত
কভু না কেন হয়,
জীবন খাতার ছেঁড়া পাতায়
কিছুই না লেখা রয়।
তোমার দেয়া ব্যথার ভার
বহন করে বেড়ালাম, (২)
এ ব্যথা সুখের পরশ
তা' ভেবেই নিশি-দিন কাটালাম।।
তুমি সুখ না দেয়ায়
দুখ সাগরে ভাসলাম,
আমি ভুল না করে
তব কাছেই এসেছিলাম।।
রচনাঃ২৩ সেপ্টেম্বর ২০২৩।