কাব্যিক বাসর


নিসর্গ ললিত ভূমি ত্রিপুরা আঁচলে,
পাতা ছান্দসিক মেলা ;কত স্বপ্ন ঘিরে!
এক ভাষা এক প্রাণ ছুটে ঐক্য দলে,
সীমানা প্রাচীর ভুলে কাব্য দরবারে।
ভ্রাতৃ বাঁধনে জড়াতে গিরি হ্রদ কোলে ;
ফোটাতে গাথার ফুল প্রীতির বাসরে,
স্থাপত্যে নন্দন থানে কাব্যশৈলী মিলে ;
মোহনীয় ঐকতান সাহিত্য সম্ভারে।

হৃদয় নাচেরে যেতে মিলন মেলায়,
গুণীজন পদচিহ্ন পড়বে সে মাঠে ;
বাজবে মধুর ধ্বনি কাব্য বাঁশি নাটে,
সুখ স্বপ্নঘোরে ডুবি সায়াহ্ন বেলায়।
ক্ষণ জীবন তরী কি পৌঁছুবে সে ঘাটে!
জনে জনে স্বপ্ন সাধ রয় অধরায়।

   রচনাঃ১০ জুলাই, ২০২৩।ঢাকা।
(আগরতলা কবি সম্মেলন—২০২৩ উপলক্ষে।)