কাবার মেহমান
=================
আল্লাহ'র দাওয়াতি হজ্জ যাত্রীগণে
সম্মানিত মেহমান চলে পূণ্য পথে,
খোদার নৈকট্য পান কাবার অঙ্গনে
ক্ষমার মঞ্জুর মেলে হেথা ইবাদতে।
'লাব্বাইক' স্বর তোলে আরাফাত স্হানে
পাপ মুক্তিতে ব্যাকুল বাসনা মেটাতে
ব্যক্ত নিজ হাজিরাতে আল্লাহ'র পানে;
ঊষা থেকে দিনভর সঁপে এক সাথে।
পূত-পবিত্র অন্তরে বিধাতার তরে
অশ্লীলতা পরিহারি যত হাজিগণ;
পাপ মুক্ত হয়ে করে বাসনা পূরণ
মাতৃ গর্ভে নব জন্ম লভে ধরা নীড়ে।
তাওয়াফে কাবা যারা তারা হন ধন্য;
আল্লাহ্'র মেহমান সবে তাই গণ্য।
(সংশোধিত)
=========================