ডিজিটাল বাংলার রূপ দেখা স্বপনে;
নানা শ্লেষেও জাতি সুখ নিদ্রায় ডুবে,
নিয়ে চলেছে প্রযুক্তির স্বর্ণ সোপানে
স্বপ্নদ্রষ্টার হাতে রূপায়ন বাস্তবে।
তথ্য প্রযুক্তিগত উৎকর্ষ কারণে
অনন্য এক অভিযাত্রা বৈশ্বিকভাবে,
যৌবনের দূত এ বিস্ময় অবদানে;
ধমনিতে রক্ত তারই লৌহ মানবে।
যত সেবা তত সব নাগরিক হাতে
দেশের সর্বত্র আজি যেন জয়ময়,
নভে জয়~ভালো আগামীর নাম জয়;
তারুণ্য স্বপ্ন চাহিদা পারেন বুঝতে।
মাতৃ অবসরে তিনিই দেশ কান্ডারি;
যুব বৈশ্বিক নেতা যোগ্য উত্তরসূরি।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৭ জুলাই,২০১৮