জোছনা

গোধূলি পেরিয়ে রাতে  প্রগাঢ় আঁধারে;
সরিৎ কোলে ফাগুনে বসি আনমনে,
শশাঙ্ক জাগে মহীতে স্বর্ণ আভা চিরে;
প্রভা স্রোত বহে পুবে সুনীল গগনে।
সূচি স্নিগ্ধ চাঁদ হাসি পড়েছে আছড়ে
দিকে দিকে।তারা মালা সুদূর প্রান্তরে,
বসুধা কপালে টিপ হাসে সমীরণে;
নদী স্রোতে শত চাঁদ দোলায় প্লাবনে।

আলোর ঝরনা বহে উদ্যত চঞ্চলে
আত্মহারা  হৃদ মম চারু জোছনায়;
লেখনির জোয়ার আসে কবিত্ব হৃদয়,
গুন গুনে গান গাই কবি নই বলে।
ক্ষণকাল রূপ জোছনা ভরা রজনী ;
লাজুক বধূয়া চলে  দিগন্তে অবনী।


         রচনাঃ২১০/১০/২০২৩
--------------------------------------------------