সময় ঘনায় যত~পাল্লা দিয়ে বাড়ে;
আবেগ উচ্ছ্বাসে জ্বরে কাঁপে সারা বিশ্ব,
ব্যাকুল প্রতিপোষক সর্বস্ব উজাড়ে
আকুলিত ধারাতে টানছে যেন নস্য।
হলুদ আকাশী নেশা ভীষণ আকারে
বিশ্বকাপ উন্মত্তে স্বকীয়তা অদৃশ্য।
বাকযুদ্ধে লিপ্ত ভক্ত পল্লী ও শহরে;
কোথা নেই মাতামাতি? সবাই অধৃষ্য।
যোজন যোজন দূরে অপেক্ষার রবি
অানন্দে মেতে ওঠতে গুণছে প্রহর;
রঙিন চাদরে ঢাকা বাঙালি আগার,
যেন শিল্পীর তুলির স্পর্শে আঁকা ছবি।
কে হাসে শেষ হাসি,কে বেশি মর্যাদার;
প্রতীক্ষার জোয়ারে ভাসছে তাই সবি।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
-----রচনাঃ০১ জুন,২০১৮