অবোধ শিশু শয্যায় যন্ত্রণা কাতরে;
ছটফট করে ডেঙ্গুতে কী ভীষণ ক্লেশে!
কোথায় ক্ষণিক স্বস্তি  খুঁজে তার তরে
ক্লান্তিহীন দিনমান আরোগ্য আশে।
কাবার পথে মা-বাবা কী শুধাই তারে!
অশ্রুধারা বহে ভিজে অন্তর স্বজনে,
অবিরাম রক্ত দেয়া আরোগ্য নাহিরে;
ক্ষণিক চেতনে কাঁদে পেতে চায় পাশে।


শিশুর নির্বিদ্মে বাস কবি ভাষে  সবে,
প্রধান শহরে ঘুমে কর্তা ব্যক্তিগণে
শত প্রাণ ঝরে পড়ে নিমিষে নীরবে;
ব্যয়বহুল চিকিৎসা আশা নাহি দীনে,
যমে লোকে  টানাটানি কবে সাঙ্গ হবে?
ভ্রান্ত কর্মসূচি যত মশক নিধনে।


     রচনাঃ২৩ জুলাই,২০১৯
    [শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর,ঢাকা।]