জন্মদিনে উপহার
বড় হও সুবিশাল আসমান সম;
ধরাতে ফোটাও পুষ্প সদা দিবা-তমি,
জীবনে আসুক শম কেটে যাক্ তম
শতায়ু হও আত্মজ এ কামনা 'অমি'।
শুভ হোক জন্মদিন মনোরথ মম
পরতে পরতে ঢালো কুসুমিত শমী,
জ্ঞান জ্যোতিতে জীবন আশ মনোরম
খ্যাতি যশে গিরি চূড়ে লেখ নাম তুমি।
অপত্যরে পিতামাতা মমতা উজাড়ে—
নিঃস্বার্থে লালন তারে মঙ্গল বাঞ্ছায়;
নিয়ত প্রত্যাশা শুধু সুখী দেখা তায়,
গর্বিত সে পিতামাতা সুখ্যাতি যে কাড়ে।
আদর্শ মানুষ হও প্রভূ তরে দো'আ;
জন্মদিনে উপহার তব লাগি দেয়া।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃএকমাত্র পুত্র অমি'র জন্মদিনে।