জন্মেছি বাংলা ভূমে
(গীতি কবিতা)
জন্মেছি এই বাংলা ভূমে
পেয়েছি জল নির্মল পবন,
এই দেশের আলো প্রথম আমি
করেছি গ্রহণ।।
ভালোবাসি আমার দেশ
স্বর্গ থেকেও সেরা,
ভালোবাসি পাখির কূজন
বন বনানী ঘেরা।
আহা! মমতা লাগে দেশের মানুষ
চাঁদের কিরণ তারাভরা সুনীলে গগন।।
ঊষাবেলা পুব আকাশে
ওঠে রাঙা রবি,
হরিতে আচ্ছন্ন দেশ কার আঁকা ছবি,
ধানের ক্ষেতে ঢেউ খেলে বায়
জুড়ায় দু'নয়ন।
আহা! সরিৎ বহে কলকল রবে
শুনি তারই তান।।
সাঁতার কেটে বেলা যায় অথৈ পাথারে
তনুমনে উর্মি মালা পড়েছে মুষড়ে
হরষে বান বহে সৈকতের তীরে।
আহা!নির্বাক গিরি জল ঢালে
মম পবিত্র মাটির ওপরে।
এমন ললিত দেশে জুড়ে মন প্রাণ।।
পুষ্প শাখে ফুলে ভরা ফলে ভরা দেশ,
বিলে ঝিলে শাপলা শালুক
রূপে নাই রে শেষ।
আহা!শীত সকালে পিঠাপুলি
আর রসের পায়েস,
সুখে দুখে গড়া জীবন
তবু শেকড়েরই টান।।
বরিষে বাংলা যৌবনাচ্ছলে
পল্লি নীড়ের টিনে চালে
রিমঝিম তালে নৃত্য চলে।
ঘুঘু ডাকে বিজন বনে
কৃষক চলে চাষের পানে
আহা! মন হরে রাখালিয়া বাঁশির তানে
হৃদে লাগে সুরেরই কাঁপন।।
মাঝে মাঝে গগনেতে শুভ্র মেঘের ভেলা
গুচ্ছ গুচ্ছ কাশ ফুলের চপল দোলা।
আহা! শিশির স্নাত দূর্বা ঘাসে
বিন্দু বিন্দু মুক্তা হাসে
বাংলা আমার প্রকৃতি সুন্দরীর
লীলা নিকেতন।।
রচনাঃ০২ মে,২০২৩