লুপ্ত জমিদারি প্রথা শুধু স্মৃতিময়-
বোঝার উপায় নেই পুরোনো আগারে;
চুন সুরকি ভবন খসে খসে পড়ে,
সুরম্য প্রাসাদ দেহ  ঢাকা শ্যাওলায়।
কর্মযজ্ঞ নেই হেথা জৌলুশ পাথারে
জলসা ঘর নিঃশব্দ সুর উবে যায়,
নূপুর নিক্কণ ধ্বনি হারায় সুদূরে
কাচারি পুকুর দিঘি কাল সাক্ষী রয়।

রামধন জমিদারি নেই কোনো গতি-
চিরকুমারী নাতনি ছবি ধর কহে;
তরুণ তরুণী আড্ডা এইটুকু প্রীতি,
সাতাশি পেরিয়ে গেছে ভিটে থাকা দহে।
রৌপ্য মুদ্রায় খাজনা শুধু সব স্মৃতি;
তৈজষপত্র রূপায় মন পটে রহে।

  রচনাঃ১৯/১১/২০১৯
  (নৌযানে নিজ গৃহ পানে।)