যদি চলে যায় দিন
(আয়না সনেট)
পথে যেতে যেতে যদি চলে যায় দিন
সাথে কেউ বাজাবে না অকারণে বীন,
যবে আলো হবে ক্ষীণ সারা হবে গান
তবে কি হবে সেক্ষণ বসুধা নিষ্প্রাণ?
ফাগুনে বইবে যবে দখিনা পবন !
গুঞ্জরণে অলিদলে ফিরবে তখন,
শাখে শাখে ফোটবে কি কুসুম সুঘ্রাণে?
ঘড়াকাঁখে আটপৌরে চলন যৌবনে!
ভবে কি ফুরিয়ে যাবে মোরে অনুক্ষণ?
রবে নাকো মোর স্মৃতি ভুলবে স্বজন!
ক্ষণে ক্ষণে তব দ্বারে আসবার চাই,
মনে কারো নাই রলো কোথা ছেড়ে যাই!
আসি যদি কাছাকাছি এমতি চকিতে,
বসি তটে দিও দেখা নিশি না পোহাতে।
রচনাঃ ১৯ মার্চ,২০২৫।